
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
‘আমার মেয়র, তোমার মেয়র, মামদানি মামদানি’—এই স্লোগান শুনে প্রথমে মনে হতে পারে এটি বাংলাদেশের কোনো নির্বাচনি প্রচারণার অংশ। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনকে ঘিরে বাঙালিদের দেওয়া স্লোগান।
গত রোববার (২ নভেম্বর) নিউইয়র্কের হিলসাইড অ্যাভিনিউতে মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির এক নির্বাচনি সভায় বাঙালি সমর্থকরা এই স্লোগান দেন। সেই সভার প্রাণবন্ত মুহূর্তগুলো দেখা যায় মামদানির অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে। সেখানে উচ্ছ্বসিত জনতার ভিড় লক্ষ্য করা গেছে, যেখানে বাংলাদেশি, ভারতীয় ও অন্যান্য দক্ষিণ এশীয় নাগরিকরা অংশ নিয়েছেন।
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। প্রায় ৮০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে আগাম ভোটে অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল। ইতোমধ্যে ৭ লাখ
ডেমোক্র্যাটিক পার্টির মেয়র প্রার্থী হিসেবে জোহরান মামদানি বর্তমানে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। সর্বশেষ চারটি জরিপে তিনি বড় ব্যবধানে এগিয়ে ছিলেন। নির্বাচনের একদিন আগে তিনি সমর্থকদের নিয়ে সিটি হলের উদ্দেশে হেঁটে যান, হাতে ছিল সাদা ও নীল ব্যানার—যার ওপর লেখা ছিল, “আমাদের সময় এখন।” এই দৃশ্য তার প্রচারণায় নতুন উদ্দীপনা যোগ করে।
মাত্র ৩৪ বছর বয়সে জোহরান মামদানি ইতিহাস গড়েছেন প্রথম মুসলিম প্রার্থী হিসেবে। তিনি তার নির্বাচনি প্রচারণায় আবাসন খাতের সংস্কার ও জলবায়ু নীতিকে অগ্রাধিকার দিয়েছেন। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ধারণায় বিশ্বাসী এই তরুণ অল্প সময়ের মধ্যেই প্রান্তিক প্রার্থী থেকে জাতীয় পর্যায়ের আলোচিত রাজনৈতিক মুখে পরিণত হয়েছেন। যদি তিনি বিজয়ী হন, তবে তিনি হবেন নিউইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ মেয়র।