
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রতিবছর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান বাংলাদেশিসহ বিশ্বের বহু মানুষ। তবে সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ প্রবাসী ও অনুমতিহীন শ্রমিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। সেই ধারাবাহিকতায় আবারও বড় ধরনের ধরপাকড় অভিযান চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার গ্রেপ্তার হওয়া প্রবাসীদের তালিকায় থাকতে পারেন বাংলাদেশীরাও ।
সংযুক্ত আরব আমিরাতের দৈনিক গালফ নিউজ জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। গত ২০ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত এই অভিযানে মোট ২১ হাজার ১৩৪ জনকে আটক করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ
অভিযানের মধ্যে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করায় ১ হাজার ৬৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ইথিওপীয় নাগরিক ৫৭ শতাংশ, ইয়েমেনি ৪২ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ। বর্তমানে মোট ৩১ হাজার ৯১ জন আটক প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যাদের বড় অংশই পুরুষ।
গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ২১ হাজার ৭১ জনকে দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও ৫ হাজার ৭৮ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। সৌদি সরকার জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।