
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্টেট পর্যায়ের প্রথম বড় নির্বাচনে দেখা গেলো ডেমোক্র্যাটদের একচ্ছত্র জয়। নিউইয়র্ক, ভার্জিনিয়া আর নিউজার্সি- তিনটি রাজ্যের ভোটেই রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল ট্রাম্প প্রশাসন- বিশেষ করে রিপাবলিকানদের জন্য একটি বড় সতর্কবার্তা।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় ভোটে তিন রাজ্যে ঝড় বইয়ে দিয়েছেন ডেমোক্র্যাটরা। একদিকে নিউইয়র্কে তরুণ মেয়র প্রার্থী জোহরান মামদানি পেয়েছেন ঐতিহাসিক জয়। অন্যদিকে, ভার্জিনিয়ায় গভর্নর ও স্টেট অ্যাসেম্বলির সব আসনেই দেখা গেছে ডেমোক্র্যাটদের আধিপত্য। নিউ জার্সিতেও রিপাবলিকানদের হাতছাড়া হয়েছে গভর্নর পদ। মোটকথা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ট্রাম্পের নীতি আর জনপ্রিয়তা দুই-এই যে রিপাবলিকানদের জোয়ারে ভাটা- তা স্পষ্ট।
নিউইয়র্ক সিটিতে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি জয়
এদিকে মামদানির জয়ে স্বাগত জানিয়েছেন পরাজিত প্রার্থীরাও। অন্যদিকে, ভার্জিনিয়ায় প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়েছেন, ডেমোক্র্যাট অ্যাবিগেইল স্প্যানবার্গার। পাশাপাশি রাজ্যের আইনসভাতেও ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। ট্রাম্প প্রশাসনের সামাজিক ও অর্থনৈতিক নীতি জনমনে যে অনিশ্চয়তা তৈরি করেছে-- এসব ফল তারই প্রতিফলন।
নিউজার্সিতেও রিপাবলিকানদের হারিয়ে ডেমোক্র্যাট প্রার্থী মিকি শেরিল জয় পেয়েছেন। স্থানীয় জরিপে দেখা যায়, ট্রাম্পের কঠোর অর্থনীতি ও অভিবাসন নীতি ভোটারদের মাঝে ভয় ছড়াচ্ছে।
এই ফল দেশটির মধ্যবর্তী ভোটের জন্য ডেমোক্র্যাটদের মনোবল তৈরি করলেও, রিপাবলিকানদের সামনে নিয়ে এসেছে কঠিন বাস্তবতা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকেই এই পরাজয় তাঁর প্রশাসনের প্রতি জনঅসন্তোষের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।