এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ধীরে ধীরে বিদায় নিয়েছে বর্ষা আর দেশজুড়ে দেখা মিলছে শরতের মৃদু স্নিগ্ধতা। তবে সেই সঙ্গে বইছে শুষ্ক হাওয়ার ছোঁয়া। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে, তবে দক্ষিণের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারাদেশে আপাতত তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিন পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ থাকবে আংশিক মেঘলা, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিধি সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়
এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে অন্যত্র মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্কই থাকবে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।শুক্রবার থেকে শনিবার পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা ও সিলেট বিভাগের দু-একটি জায়গায়ও বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা এ সময় সামান্য কমে যেতে পারে। রোববারও একই চিত্র দেখা যেতে পারে। দক্ষিণাঞ্চলের আকাশে থাকবে মেঘের আনাগোনা, আর দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বিরাজ করবে শুষ্ক আবহাওয়া।আবহাওয়াবিদদের মতে, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে, তবে বড় কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। অর্থাৎ,অক্টোবরের মাঝামাঝি সময়টা মূলত শুষ্ক ও মৃদু আবহাওয়ারই ইঙ্গিত দিচ্ছে। দেশের বেশিরভাগ স্থানে দিন থাকবে রৌদ্রোজ্জ্বল। রাতগুলো থাকবে শুষ্ক। তবে দক্ষিণে ছিটেফোঁটা বৃষ্টি এই হালকা ভেজা আমেজই হয়তো হয়ে উঠছে শীতের আগমনী সুর।