এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আফগান ও পাকিস্তান সীমান্ত। অস্ত্রবিরতি ভেঙে এবার আফগানিস্তানে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইসলামাবাদ। মঙ্গলবার ভোরে দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে দেশটির রাজধানী কাবুল। স্থানীয় সময় ভোর চারটার দিকে একের পর এক রকেট বিস্ফোরণে কেঁপে ওঠে সীমান্তবর্তী ওই এলাকা।বুধবার (১৫ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের অভিযোগ, সীমান্তের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানি বাহিনী সরাসরি রকেট নিক্ষেপ করে। এসব হামলায় বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।রকেট হামলার পাশাপাশি একইদিন খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার সীমান্ত
এলাকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবিনিময়ের ঘটনাও ঘটে। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, আফগান বাহিনী প্রথমে গুলিবর্ষণ শুরু করলে জবাবে পাল্টা গুলি চালায় পাকিস্তান। এতে আফগান বাহিনীর সামরিক পোস্টে ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে ইসলামাবাদ।তবে আফগানিস্তানের পক্ষ থেকে পাল্টা হামলার বিষয়টি স্বীকার করলেও, তারা জানিয়েছে যে পাকিস্তানি সেনারা প্রথমে সীমান্ত লঙ্ঘন করে তাদের অবস্থানে রকেট হামলা চালায়। এক বিবৃতিতে আফগান পক্ষ জানিয়েছে, নিজেদের প্রতিরক্ষায়ই তারা জবাব দিয়েছে এবং পাকিস্তানের কয়েকটি পোস্ট ধ্বংস করেছে।এর আগে, চলতি মাসের ১১ তারিখে আফগান বাহিনী পাকিস্তানের বাজাউর, কুররাম, দির, চিত্রাল ও আঙ্গুর আড্ডাসহ বিভিন্ন সীমান্ত এলাকায় হামলা চালায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) দাবি করেছে, ওই সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জনের বেশি সেনা এবং পাকিস্তানের অন্তত ২৩ জন সেনা নিহত হয়েছে। বিশ্লেষকদের মতে নতুন করে দুই দেশের রকেট হামলায় উত্তজনা আরো চরমে পৌছেছে। তাই পরিস্থিতি পাল্টে যেকোনো সময় ভয়াবহ যুদ্ধে জড়াতে পারে কাবুল ও ইসলামাবাদ। /টিএ