
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশেরউত্তরাঞ্চলে শীতের দাপট দিন দিন আরও বাড়ছে। আর গত কয়েকদিনধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমতে শুরু করেছে। তবে এতেও রাজধানী ঢাকাসহ দেশের অনেক স্থানেই এখনো দেখা মেলেনি শীতের আমেজ। আর তাতে অনেকেরইপ্রশ্ন যে, কবে থেকে ঢাকায় শীত পড়তে পারে?
এবছর কবে থেকে ঢাকায় শীত শুরু হবে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গত বছর নভেম্বরেসারাদেশে হাড় কাঁপানো শীত পড়েছিলো। তবে ঢাকায় সেরকম কিছু লক্ষ্য করা যায়নি। চলতি বছরের নভেম্বরেও ঢাকায় শীতের প্রভাব দেখা যায়নি। তবে অনেক আবহওয়াবিদরা জানিয়েছেন যে এবারের শীত কিছুটা ধীরে নামবে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৭ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া
আবহাওয়াবিদমো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, শীত ধীরে ধীরে নামলেও ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শীত আরও বাড়তে পারে। তখন থেকে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শীত নামার গতি ঠিকই বোঝা যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহই হতে চলেছে এ মৌসুমের সবচেয়েঠান্ডা সময়। আর চলতি মাসেশৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে, মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহে দেশের বড় অংশ কাঁপবে।আর উত্তরাঞ্চলে শীতের প্রভাব থাকবে আরও তীক্ষ্ণ, যা মানুষের দৈনন্দিনজীবন, পরিবহন এবং কৃষিকাজ সবখানেই প্রভাব পড়বে।
তবেএ কয়েকদিন ধরে দেশের অন্যত্র সকাল থেকে ঝলমলে রোদের দেখা মেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ২৬-২৯ ডিগ্রিসেলসিয়াসের মধ্যে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে আসার কারণে আগের চেয়ে তুলনামূলকভাবে একটু বেশি শীত অনুভূত হচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ডিটওয়াহ দূরে অবস্থান করায় উপকূলজুড়ে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বজায় আছে। যদিও আপাতত বাংলাদেশের জন্য বড় কোনো ঝুঁকিনেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।