এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভালোবাসা কখনো কোনো রীতিনীতি মানে না। সাহিত্যে প্রেম পবিত্র হলেও এখনো বহু মানুষ প্রেম করাকে বাঁকা চোখে দেখেন অনেকে আবার একে পাপ বলেও মনে করেন। তেমনি ভারতের ওড়িশায় এক যুগল প্রেম করে বিয়ে করে তাদের ভালোবাসাকে পূর্ণতা দিয়েছেন। তবে কয়েকদিন না যেতেই নববিবাহিত এ দম্পতির ওপর চড়াও হয় গ্রামবাসী। অপরাধ একটাই, তারা প্রেম করে বিয়ে করেছেন। আর এরপরই অভিনব এক শাস্তির মুখোমুখি হতে হয় এ দম্পতিকে। এক প্রতিবেদনে এমন ঘটনা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়,ওড়িশার কাঞ্জামাঝিরা গ্রামের বাসিন্দারা প্রেম করে বিয়ে করায় গরুর পরিবর্তে এ নবদম্পতির কাঁধে জোয়াল চাপিয়ে রীতিমতো হালচাষ করিয়েছে। আর এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা
দেশজুড়ে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ঘটনার ভিডিও দেখে দেশজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের দুই যুবক-যুবতী দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। সম্প্রতি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু তাদের এই সম্পর্ক মেনে নিতে পারেননি গ্রামের মানুষজন। কারণ ছেলেটি মেয়েটির ফুফাতো ভাই যা ওই অঞ্চলের সামাজিক রীতিনীতির পরিপন্থী বলে মনে করা হয়। একে ‘পাপ’ হিসেবে চিহ্নিত করে গ্রামবাসী তাদের বাড়ি থেকে জোর করে বের করে এনে মাঠে নিয়ে যায়। এরপরই ঘটে অমানবিক দৃশ্য। নবদম্পতির ঘাড়ে জোয়াল চাপিয়ে, পশুর মতো ব্যবহার করে তাদের দিয়ে হালচাষ করানো হয়। শুধু তাই নয়, মাঠে এই অপমানজনক ঘটনার সময় কেউ কেউ হাসছিলেন, আবার কেউ হাততালি দিচ্ছিলেন। ঘটনা এখানেই শেষ নয়। মাঠে এই হেনস্তার পরে নবদম্পতিকে টেনে হিঁচড়ে গ্রামের মন্দিরে নিয়ে গিয়ে তাদের উপর তথাকথিত "পাপমোচনের" শুদ্ধীকরণ আচারও পালন করা হয়। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর এই ঘটনাকে ‘বর্বরতা, ‘অমানবিক, ও ‘মানবাধিকার লঙ্ঘন’ বলে আখ্যা দিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। এমি/এটিএন বাংলা