এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে প্রস্তুতি নিচ্ছে পুরোদমে। ১৯৯৪ সালের পর আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফিরছে, আর সেই ধারাবাহিকতায় এবারের ড্র অনুষ্ঠান নিয়েও উত্তেজনা তুঙ্গে। লাস ভেগাসের বিখ্যাত ‘দ্যা স্ফেয়ার’ সেন্টারে হতে পারে জমকালো এই ড্র অনুষ্ঠান, যেখানে ৫৪ হাজার বর্গমিটার স্ক্রিনে একসঙ্গে সাড়ে সতেরো হাজার মানুষ উপভোগ করতে পারবেন আয়োজনে। ড্র অনুষ্ঠানটি ২০২৫ সালের ৫ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও, ওই তারিখে ভেন্যুটি আগেই বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে ইএসপিএন। তবুও সংবাদমাধ্যমটি দাবি করছে, বিকল্প ভেন্যু খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত লাস ভেগাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। কানাডা ও মেক্সিকোর কিছু শহর আলোচনায় থাকলেও, ভেগাসকেই
বেছে নেওয়ার সম্ভাবনাই বেশি। ইতোমধ্যে মেক্সিকান ক্লাব পাচুকার নির্বাহী পেদ্রো চেদিল্লো জানিয়েছেন, ড্র ভেগাসেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশাপাশি তিনি তার দেশের পক্ষে ট্রেনিং ক্যাম্প আয়োজনের জন্যও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে ড্রয়ের সময় ও ভেন্যু ঘোষণা করেনি। এই প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ, যেখানে ১২টি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতা হবে। ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ঘিরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাসও তুঙ্গে। এখন পর্যন্ত ১৩টি দল ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। স্বাগতিক তিন দেশের সঙ্গে আর্জেন্টিনা, জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান, নিউজিল্যান্ড, ব্রাজিল, ইকুয়েডর ও অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকিরা এখনো লড়াই করছে বিশ্বকাপের চূড়ান্ত টিকিটের জন্য। /টিএ