
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিএনপিচেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার পর থেকেই যেনউদ্বেগে উৎকণ্ঠায় রয়েছেন দেশের সর্বস্তরের মানুষ। সোমবার মধ্যরাতে হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদারের পর থেকে যেনআরও দুশ্চিন্তা বেড়েছে বহু মানুষের। আর তার সুস্থতারজন্য দল মত নির্বিশেষেদোয়া করছেন সবাই। এমনকি দূর দুরান্ত থেকে অনেকেই নিজের অঙ্গ দিয়ে হলেও তার সুস্থতার আকূলতা নিয়ে ভীড় জমাচ্ছেন হাসপাতালের সামনে।
এমনউৎকণ্ঠার মধ্যেই ঘটে গেছে এক আবেগঘন মুহূর্ত।এবার তার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ীকমিটির সদস্য ডা. এ জেড এমজাহিদ হোসেন। মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের একপর্যায়ে কান্নায়
মাইকের সামনে দাঁড়িয়ে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়েই যেন গলা ধরে আসে তার। তবে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এমন আশা প্রকাশ করেছেন তিনি। এসময় খালেদা জিয়াকে নিয়ে কোনো রকম গুজব না ছড়াতে সবারপ্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করছেন। দেশি বিদেশি চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। সকলে ধৈর্য ধরুন, কেউ গুজব ছড়াবেন না। এছাড়া লন্ডন থেকে চিকিৎসক দল আসবে, তারাযদি বিদেশে নিয়ে যাবার পরামর্শ দেন তবে নেওয়া হবে। যদিও এসময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার সরাসরি কোনো তথ্য দেননি তিনি।
এদিকে২৩ নভেম্বর হৃদপিণ্ড ও ফুসফুসে সংক্রমণধরা পড়ার পর এভারকেয়ার হাসপাতালেভর্তি রাখা হয়েছে ৮০ বছর বয়সীসাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, চোখ ও হৃদরোগসহ নানাজটিলতায় ভুগছেন তিনি। তবুও তার সুস্থ হয়ে ফিরে আসার প্রতীক্ষায় রয়েছে গোটা দেশের মানুষ।