এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢালিউট কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন ১১ অক্টোবর এবার রূপ নিয়েছিল এক অনন্য অভিজ্ঞতায়। ভৌগোলিক দূরত্ব যেন বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার অনুরাগীদের উচ্ছ্বাসে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা ভক্ত ও সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে কেক কেটে শুভেচ্ছা জানান এই জনপ্রিয় অভিনেত্রীকে।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন পোস্টে অপু বিশ্বাস জানালেন, দূর থেকে পাওয়া ভালোবাসাও কতটা গভীর হতে পারে। ভার্চুয়াল মাধ্যমে অনুরাগীদের এমন সম্মিলিত অংশগ্রহণ তাকে অভিভূত করেছে।ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লিখেন, ‘অবিশ্বাস্য এক ভালোবাসা! ১১ই অক্টোবর আমার জন্মদিনে সশরীরে না এসেও আপনারা যে উষ্ণতা দেখালেন, তা সত্যিই বিরল। আমার সকল ফ্যান বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক ভাই-বোনেরা দেশের নানা প্রান্তে যার
যার জায়গা থেকে কেক কেটেছেন, আর সেই আনন্দের মুহূর্তগুলো আমার সঙ্গে ভাগ করে নিয়েছেন।’তিনি আরও যোগ করেন, ‘দূরত্ব আজ কোনো বাধাই নয়! আপনাদের এই সম্মিলিত ভার্চুয়াল উদযাপন প্রমাণ করে, আমাদের বন্ধন কতটা দৃঢ়। পাঠানো প্রতিটি ছবি ও বার্তা যেন আমার কৃতজ্ঞতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।’অভিনেত্রীর বক্তব্যের শেষাংশে ছিল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের অনুরণন। তিনি লেখেন, ‘আপনাদের এই আন্তরিকতাই আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। এই বিশেষ দিনে আমাকে এতটা ভালোবাসা ও সম্মান জানানোর জন্য প্রতিটা মানুষকে জানাই গভীরতম কৃতজ্ঞতা। এই ভালোবাসা এভাবেই অটুট থাকুক। অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা রইল।’চলচ্চিত্র জগতে দীর্ঘদিন ধরে কাজ করে আসা অপু বিশ্বাসের জন্মদিন উপলক্ষে প্রতিবছর আয়োজন থাকে নানা রকমের। তবে এবার সেটি রূপ নিয়েছে সম্পূর্ণ ডিজিটাল উৎসবে-যেখানে শারীরিক উপস্থিতি না থাকলেও মনের সংযোগ ছিল আরও দৃঢ়। অভিনেত্রী নিজেই সেটি উপলব্ধি করেছেন এবং জানিয়েছেন, এমন ভালোবাসাই তাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।/টিএ