এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
স্বপ্ন দেখা সহজ, কিন্তু তা বাস্তবায়ন করা অনেক কঠিন। মো. ফজলুল হক মিয়াজী সেই কঠিন কাজটাই করেছেন নিজের অধ্যবসায় আর পরিশ্রমের মাধ্যমে। ফরিদপুর জেলার কানাইপুরের এই মানুষটি একসময় দারিদ্র্যের সঙ্গে লড়াই করলেও আজ পরিচিত হয়েছেন সফল উদ্যোক্তা হিসেবে। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে চলতে হতো সীমিত আয়ে। সংসারের চিন্তা ছিল নিত্যসঙ্গী। তবুও হাল ছাড়েননি তিনি। ভাবতে শুরু করেন—কীভাবে কিছু আলাদা করা যায়। সেই চিন্তা থেকেই শুরু হয় ভার্মি-কম্পোস্ট সার তৈরির উদ্যোগ। কাঁচামালের জন্য গড়ে তোলেন গরুর খামার। ধীরে ধীরে নিজের ছোট উদ্যোগটিকে বড় করার পথ খুঁজে পান। পথ চলতে পাশে পান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-র ভরসার নতুন জানালা প্রকল্পকে। এখানে অংশ
নিয়ে তিনি পান কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের সুযোগ। প্রশিক্ষণ তাকে শিখিয়ে দেয়—উদ্যোক্তা হওয়া শুধু ব্যবসা নয়, এটি একটি পরিকল্পিত যাত্রা। সঙ্গে পান ১৫ হাজার টাকা অনুদান, উন্নতমানের বীজ ও সার। এখন তিনি প্রতিমাসে প্রায় ১০ টন ভার্মি-কম্পোস্ট সার উৎপাদন করেন। খামারে কাজ করেন পরিবারের সদস্য ছাড়াও আরও সাতজন কর্মচারী। সব খরচ বাদ দিয়েও মাসে আয় করছেন ৩৫ থেকে ৪০ হাজার টাকা। নিজের গল্প বলতে গিয়ে তিনি বলেন—`আমি বহুবার চেষ্টা করেছি, কিন্তু সফল হতে পারিনি। ইউসিবির প্রশিক্ষণে গিয়ে আমার চোখ খুলে যায়। বুঝতে পারি, আসলে আমার যা আছে তা দিয়েই শুরু করতে পারি। ইচ্ছাশক্তি আর সঠিক দিকনির্দেশনা থাকলে সফল হওয়া সম্ভব। আজ ফজলুল হক মিয়াজী শুধুই একজন উদ্যোক্তা নন; তিনি এলাকার অন্যদের জন্যও প্রেরণা। তার গল্প শেখায়—পরিশ্রম, অধ্যবসায় আর সঠিক সিদ্ধান্তই পারে জীবনের মোড় ঘুরিয়ে দিতে। /টিএ