এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশের সব শাখা কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। সংবাদ সম্মেলনে রিফাত রশিদ জানান, সংগঠনের অর্গানোগ্রাম অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। এটি একটি নজিরবিহীন পদক্ষেপ। বাংলাদেশের ইতিহাসে কোনো অপরাধের দায় স্বীকার করে আগে এমন উদ্যোগ কোনো ছাত্র সংগঠন নেয়নি।” তিনি অভিযোগ করেন, “বৈষম্যবিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত ও ষড়যন্ত্রী শক্তিরা বিভিন্নভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। আমরা সংগঠনকে দুর্নীতিমুক্ত ও
আদর্শিক রাখতে চাই। যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়াবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।” এদিকে, সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া চারজনকে আজ আদালতে হাজির করা হলে, আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অভিযুক্তরা হলেন—ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদাব এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ। গ্রেফতারের এই ঘটনার পর থেকেই সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এবং দায়িত্বশীলতার পরিচয় হিসেবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন রিফাত রশিদ। সংগঠনের অভ্যন্তরীণ তদন্ত ও কাঠামোগত সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সকল ইউনিটের কার্যক্রম স্থগিত থাকলেও ভবিষ্যতে যাচাই-বাছাই শেষে নতুন কমিটি গঠন করা হতে পারে বলেও ইঙ্গিত দেন সভাপতি। /টিএ