এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান xAI তাদের চ্যাটবট গ্রোকের নতুন ফিচার ‘গ্রোক ভিশন’ উন্মোচন করেছে। এই ফিচার ব্যবহারকারীদের মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে বাস্তব জগতের যেকোনো বস্তু যেমন সাইনবোর্ড, পণ্য বা ডকুমেন্ট স্ক্যান করে তার সম্পর্কে প্রশ্ন করার সুযোগ করে দেবে—গ্রোক তখনই সে বস্তু শনাক্ত করে উত্তর দেবে। বর্তমানে এই সুবিধা শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি এখনো চালু হয়নি। তবে ‘ভয়েস মোডে’ বহু ভাষায় অডিও সাপোর্ট ও রিয়েল-টাইম সার্চের সুবিধা যোগ হয়েছে, যা ব্যবহার করা যাবে ‘সুপারগ্রোক’ প্ল্যানের মাধ্যমে, যার মাসিক মূল্য ৩০ ডলার। গ্রোক ভিশন কেবল শব্দ নয়, এখন ছবি থেকেও তথ্য বিশ্লেষণ করতে পারছে। প্রযুক্তি বিশ্লেষকদের
মতে, এই ফিচার ই-কমার্স, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং ডিজাইনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। যেমন, চিকিৎসায় রোগ শনাক্তকরণ, শিক্ষার্থীদের জন্য চিত্র বিশ্লেষণ করে সহায়তা, এমনকি পণ্যের নকশা বুঝে পরামর্শ দিতেও সক্ষম হবে। এ ছাড়া গ্রোকে যুক্ত হয়েছে ‘মেমোরি’ নামের একটি নতুন ফিচার, যা পূর্বের কথোপকথনের তথ্য মনে রাখতে পারে। এতে গ্রোক ব্যবহারকারীর অভ্যাস, পছন্দ ও আগ্রহ বুঝে ভবিষ্যতের কথাবার্তা ও পরামর্শ আরও নিখুঁত করতে পারে। ব্যবহারকারীরা চাইলে কোন তথ্য মনে রাখা হয়েছে তা দেখে নিতে পারবেন এবং প্রয়োজনে তা মুছতেও পারবেন। এই সব ফিচারের মাধ্যমে গ্রোক কেবল কথোপকথনের বাইরে বের হয়ে বাস্তব পৃথিবীর সঙ্গে যোগাযোগ তৈরি করছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার দৈনন্দিন ব্যবহারে নতুন মাত্রা যোগ করছে। এখন এটি ওপেনএআই ও গুগলের মতো জায়ান্টদের জন্যও একটি বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।