
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘদিনের বিরতি ও নানা বিতর্কের অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। শোনা যাচ্ছে, ২০২৬ সালের দুর্গাপূজায় তাদের নতুন সিনেমাটি মুক্তি পেতে পারে। এই খবরে ইতিমধ্যেই টালিগঞ্জে উত্তেজনা ছড়িয়েছে, আর ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নতুন করে প্রত্যাশা।
২০২৫ সালে প্রায় এক দশক পর ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে দেব-শুভশ্রীর পর্দায় ফেরা হলেও, মুক্তির পর নানা জটিলতা সেই আনন্দকে ম্লান করে দেয়। ছবির প্রচারণায় শুভশ্রীর অনুপস্থিতি এবং পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগে দুই তারকার সম্পর্কের অবনতি ঘটে বলে আলোচনা হয়। তবে সময়ের সঙ্গে সেই মান-অভিমান কাটিয়ে আবারও একসঙ্গে কাজ করার সম্ভাবনা সামনে আসায় অনুরাগীরা আশার আলো
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি পরিচালক ও অভিনেতা পরমব্রত চ্যাটার্জির একটি পারিবারিক অনুষ্ঠানে দেব ও শুভশ্রীকে দীর্ঘক্ষণ আলাপ করতে দেখা যায়। এই দৃশ্য তাদের একসঙ্গে ফেরার গুঞ্জনকে আরও জোরালো করেছে। যদিও এখনো নতুন সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবু আলোচনা থেমে নেই।
টালিপাড়ার অন্দরমহলে গুঞ্জন, আসন্ন এই সিনেমাটি দেবের ব্যবসাসফল ছবি ‘খাদান’-এর সিক্যুয়েল হতে পারে। যদি তা-ই হয়, তাহলে সিনেমাটিতে প্রেম, অ্যাকশন ও রোম্যান্সের মেলবন্ধন দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। দেব-শুভশ্রী জুটির অতীত সাফল্যের কথা মাথায় রাখলে, এমন একটি প্রকল্প দর্শকের আগ্রহ বাড়াবে—এটাই স্বাভাবিক।
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে দেব ও শুভশ্রী দুজনেই ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজনে ভবিষ্যতে তারা আবার জুটি বাঁধতে পারেন। সেই কথায় ভরসা রেখেই অনুরাগীরা এতদিন অপেক্ষা করছিলেন। উল্লেখ্য, গত দেড় দশকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’ ও ‘খোকা ৪২০’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে এই জুটি। ব্যক্তিগত ও পেশাগত দূরত্বের কারণে দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা না গেলেও, এবার হয়তো সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
/টিএ